• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বইয়ের ডিজিটাল ভার্সন জরুরি: প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২১ পিএম
বইয়ের ডিজিটাল ভার্সন জরুরি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : যুগের তাগিদে বইয়ের ডিজিটাল ভার্সনও জরুরি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা সাহিত্যের সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যেকটা সাহিত্যকর্মের অডিও ভার্সন করে দিলে আরও বেশি পাঠক তৈরি হবে। তরুণ প্রজন্ম অডিও শুনতেই বেশি অভ্যস্ত। তবে, কাগজের বইয়ের অনুভূতিই অন্য রকম।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে হবে কারণ তারা যেন মাদকে না জড়ায়। সরকার অর্থনীতির পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও কাজ করছে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার তাগিদ দেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, খাদ্য-কৃষিতে ভর্তুকি দিলেও গ্যাস-বিদ্যুতে দিয়ে বিত্তবানদের সুবিধা দেয়া হবে না।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image