নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা সাইদ নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হৃদয় (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হৃদয়ের বাড়ি জামালপুর জেলার মেলানদাহ উপজেলার সিরিকাঠ বাইনাবাড়ি গ্রামে। তিনি পেশায় কৃষক মোহাম্মদ ফরিদের ছেলে এবং ভাটারা সাইদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
হৃদয়ের সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, সকালে ভবনের পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: