• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কালজয়ী, কলমযোদ্ধা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৮ এএম
কালজয়ী কলমযোদ্ধা
আবদুল গাফফার চৌধুরী


মোনায়েম সরকার

বাংলা ভাষার দাবিতে যখন
    ঝরল পথে প্রাণ,
তোমার কলমে রচিত হলো
    কালজয়ী এক গান।
সে গান শুধু বাঙালিকে নয়
    বিশ্বকে দেয় দোলা,
যতদিন রবে বাংলা-বাঙালি
    তোমাকে যাবে না ভোলা।
বরেণ্য সব মানুষের কাছে
    পেয়েছিলে তুমি আলো
সে আলোয় তুমি আলোকিত হয়ে
    সবারে বেসেছো ভালো।
তুমি নও কোনো সৌখিন কবি
    নও তুমি ভীরু লোক,
জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো
    ভুলে গিয়ে ব্যথা, শোক।

মানুষে মানুষে করোনি তুলনা
    কাউকে ভাবোনি পর
পৃথিবীর সব ঘরই ছিল
    তোমার নিজের ঘর।
হিংসার পথ ভোলাতে চেয়েছো
    কামনা করেছো শান্তি
দুই হাতে লিখে ঘুচাতে চেয়েছো
    মানুষের ভুল-ভ্রান্তি।

 

আলোর উপাসক আলোর গানই
    দিয়ে গেলে উপহার
তোমার সঙ্গে হবে না তুলনা
    অন্য আর সবার।
কাছে ডাকলেই তোমাকে
    চির আপনের মতো পাই।
তুমি কারো বা বন্ধু ছিলে
    কারো বা ছিলে ভাই।
স্বার্থের বহু ঊর্ধ্বে ছিলো
    তোমার চলাফেরা।
তোমার অভাবে সব কিছু আজ
    শূন্যতা দিয়ে ঘেরা।
 
তোমার কলাম কথা বলবে না
    ভাবলেই ব্যথা পাই
তুমি ছিলে সব মানুষের মনে
    থাকবে সর্বদাই।
যুগে যুগে তুমি প্রেরণা যোগাবে
    জ্বালাবে আলোক শিখা
বাঙালির মনে তোমার নামটি
    চিরকাল রবে লিখা।
ফেব্রুয়ারি এলেই তোমার
    মুখটি উঠবে ভেসে
শহিদের সাথে তোমার নামও
    শোনা যাবে দেশে দেশে।
জীবন তোমাকে জয়ী করেছে
    মৃত্যু মেনেছে হার।
তুমি ভাস্বর, অবিনশ্বর
    আবদুল গাফ্ফার।    
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image