• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন্যার্ত মানুষের জন্য জামালপুরে ত্রাণ সংগ্রহ সংস্কৃতিকর্মীদের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৩ পিএম
বন্যার্ত মানুষের জন্য জামালপুরে
ত্রাণ সংগ্রহ সংস্কৃতিকর্মীদের

নিজস্ব প্রতিবেদক : দেশের বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছেন জামালপুরের সংস্কৃতিকর্মীরা। শহরের বিভিন্ন স্পটে গান পরিবেশন করে তারা সংগ্রহ করছেন ফান্ড। জমা পড়ছে নগদ টাকা, কাপড়-চোপড়সহ খাদ্যসামগ্রী। সংগ্রহকৃত সবকিছু অতি দ্রুত উপদ্রুত এলাকায় বিতরণ করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বুধবার বিকেলে শহরে বসবাসকারী কবি, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা দয়াময়ী মোড়ে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে জনসাধারনের কাছ বানবাসী মানুষের জন্য সহযোগিতা কামনা করছে।

জানা গেছে, গত রবিবার (২৫ আগস্ট) থেকে তিন দিন যাবৎ শহরের বিভিন্ন স্পটে সংগীতশিল্পী ও কীবোর্ডিস্ট এম আর মুন্নার উদ্যোগে সংগীতের মাধ্যমে বন্যার্তদের জন্য ফান্ড গঠনের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, কবি ও বাচিকশিল্পী ফারজানা ইসলাম, কবি তিলোত্তমা সেন, সাংবাদিক সুমন মাহমুদ, বাচিকশিল্পী এম আর আই রাসেল, মঞ্চ অভিনেতা সাগর মূখার্জী।

এছাড়াও এ কার্যক্রমে অংশ নেন কণ্ঠশিল্পীদের মধ্যে আনিসুর রহমান, লাঞ্জু শাহ, আব্দুল খালেক, আলীরাজ বাঙালি, নিশাদ আনন্দ, আঁখি, হিটু বাউল, বুশরা, মৌ, ফেরদৌস ফকির প্রমুখ।

এ কর্মসূচির উদ্যোক্তা কণ্ঠশিল্পী এম আর মুন্না জানান, দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি হৃদয়কে নাড়া দিয়েছে প্রবলভাবে। তাই বানভাসি মানুষজনদের জন্য সংস্কৃতিকর্মীদের নিয়ে কিছু করার সিদ্ধান্ত নিই। দুই দিনে আমরা গানে গানে অর্থ সংগ্রহ করেছি। অনেকে কাপড়চোপড়ও দিয়েছেন। সংগ্রহকৃত এই ত্রাণ বানবাসী এলাকায় দ্রুত পাঠানো হবে।

এ বিষয়ে কবি ও সরকারী আশেক মাহমুদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী জানান, দেশের বন্যার্ত মানুষজনের সাহায্যার্থে জামালপুরে সংস্কৃতিকর্মীরা এগিয়ে এসেছেন সেজন্য সবাইকে সাধুবাদ জানাই। এতে সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণ একটা ইতিবাচক অধ্যায়। বর্তমান প্রেক্ষাপটে 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' কথাটিই যেন প্রতিফলিত হচ্ছে দেশের ভেতর। দলমত নির্বিশেষে সবাই যদি এগিয়ে আসে তবে যে কোন সমস্যা ও সংকট দ্রুত কাটিয়ে উঠা সম্ভব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image