
ডেস্ক রিপোর্টার: ই কর্মাস প্রতিষ্ঠান কিউকম ডট কমের গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। প্রথম দিনে ২০জন গ্রাহক টাকা ফেরত পেয়েছেন।
সোমবার দুপুরে সচিবালেয় বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে টাকা তুলে দেয়া হয়।
এ সময় কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল-এর প্রধান এ এইচ এম সফিকুজ্জামান জানান, কিউকমে ৩৯৪ কোটি ৬৭ লাখ টাকা আটকে আছে। প্রাথমিকভাবে ৬০ কোটি দেয়া হচ্ছে। এছাড়া, ১০০ কোটি টাকার মতো পণ্য মজুদও আছে কিউকমের ওয়্যারহাউজে। ইসলামী ব্যাংকের মাধ্যমে যেসব গ্রাহক লেনদেন করেছিলেন, তাদের মধ্যে আজ ২০ জনকে টাকা ফেরত দেয়া হয়। বাকিরা যে যে মাধ্যমে লেনদেন করেছেন, সেভাবেই পর্যায়ক্রমে ফেরত পাবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানান, যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নাই, তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে। প্রাথমিকভাবে কিউকম ডট কমে আটকে থাকা ৬০ কোটি টাকা ফেরত দেয়া হবে ৬ হাজার ৭শ’ ২১ জন গ্রাহককে।
বিনিয়োগের টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহকরা। টাকা ফেরত পাওয়া গ্রাহক শফিকুল ইসলাম বলেন, ৫ লাখ ৫১ হাজার টাকা পে করেছিলেন তিনি। তবে ফেরত পেয়েছেন ৫ লাখ ৫১ হাজারের কিছু কম। ফেরত পেয়ে একটা আশার সঞ্চার হলো। বাকি গ্রাহকরাও ফেরত পাবেন বলে আশা তার। লোভে পড়েই টাকাটা খরচ করেছিলেন বলে স্বীকার করেন তিনি।
আরও একজন গ্রাহক আজাদ হোসেন জানান, মোটরবাইকের জন্য ১ লাখ ১০ হাজার টাকা পে করেছিলেন তিনি। আজ ফেরত পেলেন ১ লাখ ৮ হাজার টাকা। এটা আশার সংবাদ। গ্রাহকরা আবারও বিশ্বাস করা শুরু করবেন। তবে গ্রাহকরা যেন যাচাই-বাছাই করে পণ্য কেনেন, হুজুগে যেন না মাতেন সেজন্য সতর্ক করলেন তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: