• ঢাকা
  • বুধবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬১১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:১১ পিএম
করোনায় ৭ জনের মৃত্যু
করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক :  গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৯০।

৮ জুলাই শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যে সাতজনের মৃত্যু হয়েছে, চারজন পুরুষ, তিনজন নারী। ঢাকায় পাঁচজন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৫৪।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৫ জনের।

এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image