• ঢাকা
  • রবিবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বরিশালে নব- নির্বাচিত নগর পিতার দায়িত্ব গ্রহন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৮ পিএম
বরিশালে নব- নির্বাচিত নগর পিতা
নতুন নির্বাচিত মেয়রের দায়িত্ব  গ্রহন

বরিশাল প্রতিনিধি : বরিশাল  সিটি কর্পোরেশন ৫ ম মেয়র হিসাবে  নতুন  মেয়র  দায়িত্ব গ্রহন করেছেন।

১৪ নভেম্বর (মঙ্গলবার)  দুপুরে নগর ভবনে নতুন নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মাসুমা আক্তার। 

বেলা ১১ টায় নগর ভবনের সামনে তৈরি করা মঞ্চে বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে নব- নির্বাচিত মেয়র  আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের অভিষেক  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মাসুমা আক্তার। সংসদ সদস্য শাহে আলম (এমপি)। পঙ্কজ দেবনাথ (এম পি)।  এবং  বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল  ( অবঃ) জাহিদ ফারুক শামীম ( এমপি) । 

অভিষেক অনুষ্ঠানে বরিশালে  বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সহ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি বর্গ সহ বিপুল সংখ্যক নগরবাসী অংশ গ্রহন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  নব- নির্বাচিত মেয়রের সহধর্মীনি লুনা আবদুল্লাহ, এবং ছেলে আবিদুর সেরনিয়াবাত।

অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন  আমরা বরিশালের নগরবাসী উন্নয়ন  চাই। বিগত দিনে বরিশাল ছিল  অবহেলিত। বরিশালে সিটির উন্নয়নের জন্য  মাননীয়  প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকা বরাদ্দ  দিয়েছেন। প্রধান মন্ত্রীর বরিশালের  প্রতি সু দৃষ্টি আছে। বরিশাল অন্য সব সিটি কর্পোরেশনের চেয়ে  আরও উন্নত হবে এটাই প্রত্যাশা। পানি সম্পদ  প্রতিমন্ত্রী সকল কাজে   নতুন মেয়রের পাশে থাকার কথা ব্যক্ত করেন। 

নতুন মেয়র বরিশাল নগরবাসীর  প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন, যারা তাকে তাদের গুরুত্বপূর্ণ  ভোট দিয়া তাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। তিনি তার নির্বাচনে দেয়া ৩৫ টি ইশতেহার বাস্তবায়ন  করা হবে বলে ঘোষণা  করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image