
আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার মানুষ নেমেছে। রবিবার রাজধানী খার্তুমজুড়ে এই বিক্ষোভে সারা দেশ থেকে নাগরিকরা অংশ নেন।
দেশটিতে দীর্ঘদিনের একনায়কতন্ত্রের অবসানের তিনবছর পূর্তি হওয়ায় বিক্ষোভে সারা দেশ থেকে মানুষ অংশ নেন। ২০১৯ সালে দীর্ঘদিনের শাসক ওমর আল বাসিরকে ক্ষমতাচ্যুত করার পর মিলিতভাবে ক্ষমতা ভাগাভাগি করে নেয় জনগণের নির্বাচিত সরকার ও সেনাবাহিনী।
গতমাসে গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে বন্দি করে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। পরে সেনা কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফিরলেও সম্পূর্ণ গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির জনগণ।
রবিবারের শান্তিপূর্ণ বিক্ষোভে সেনা সদস্যরা টিয়ার গ্যাস ছুঁড়েছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: