
মুক্তাগাছা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় নানা আনুষ্ঠিকতার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর জুবিলী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মুক্তাগাছা উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটোরিয়ামে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়ার কো-অর্ডিনেটর অফিসের সিনিয়র ম্যানেজার রাজু উইলিয়াম রোজারিও।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এরিয়ার ম্যানেজার নম্রতা হাউই। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছরের পরিচালিত কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন ও আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
ঢাকানিউজ২৪.কম / মুর্শেদ আলম খান/কেএন
আপনার মতামত লিখুন: