• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর শুকরানা নামাজ আদায়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৪ পিএম
রাণীশংকৈলে
জামায়াতে ইসলামীর শুকরানা নামাজ আদায়

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা  জামায়াতে ইসলামীর আয়োজনে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করা হয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট আসরের নামাজের পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। 

প্রায় এক হাজারের অধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রজব আলী, জামাত নেতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর পরে স্বাধীনতা পেয়েছি। 

এ স্বাধীনতাকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। এর পাশাপাশি আমাদের এলাকার জনগনের জানমালের নিরাপত্তার দিকে আমাদের নজর দিতে হবে। শেষে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম এর ইমামতিতে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image