• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবিতে ড্রেনেজ ব্যবস্থা অচল, জলাবদ্ধতায় ভোগান্তি 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩০ পিএম
ইবিতে ড্রেনেজ ব্যবস্থা অচল
জলাবদ্ধতায় ভোগান্তি 

ইবি প্রতিনিধি : বৃষ্টি হলেই কাদা-পানিতে ভরে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সড়কগুলো। যেকোন সময় বৃষ্টি হলেই নিয়মিত এরূপ জলাবদ্ধতা দেখা দেয়। সম্প্রতি একই চিত্র দেখা গেছে ক্যাম্পাসে। গতকাল শনিবার বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে পানিতে চলাচলের একাধিক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। এ জলাবদ্ধতার ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) সকালে ক্যাম্পাস সরেজমিনে এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এতে টিএসসিসি ও একাধিক হলসমূহের সামনে, আমতলায়, ফুটবল মাঠে এবং একাডেমিক ভবনগুলোর পাশে পানি জমে গেছে। স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটায় কেউ জুতা হাতে কিংবা ভ্যানগাড়িতে চড়ে পানি পার হচ্ছেন। এমতাবস্থায় বর্ষাজুড়ে ভারী বৃষ্টিপাতে আরও চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ক্যাম্পাসে উপযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে প্রতিবারেই শিক্ষার্থীদের এ সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ভবন ও রাস্তাগুলোর পাশে থাকা ছোট ছোট ড্রেনগুলো পরিষ্কারের অভাবে ভরাট হয়ে গেছে। দীর্ঘদিনের জমা হওয়া আগাছা ও কাদামাটিতে পানি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে একদিকে বৃষ্টির পানিতে রাস্তাঘাটে জলাবদ্ধতা অন্যদিকে ঝোপঝাড়। তাই বাইরে বের হতেও আতঙ্ক লাগছে। দীর্ঘদিন আন্দোলনে ক্যাম্পাস বন্ধ থাকায় এই অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। পানি নিষ্কাশনে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাসে শান্তিতে চলাফেরা করতে চাই। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী একেএম শরীফ উদ্দিন বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থা অনেক পুরাতন হওয়ায় এমন পানি জমে যাচ্ছে। এ অবস্থা নিরসনে পরিকল্পনা হয়নি। তবে আগামী পরিকল্পনায় এই ড্রেনেজ ও সোয়ারেজ ব্যবস্থাকে প্রজেক্টের আওতায় আনা হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image