• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মহালয়ার উৎসবে যোগ দিতে গিয়ে করতোয়ায় নৌকাডুবী ২৪ জনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
করতোয়ায় নৌকাডুবী
২৪ জনের মৃত্যু

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাও প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ সেপ্টম্বের) দুপুর আড়াইটার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দূর্ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহালয়া উপলক্ষে নৌকায় করে করতোয়া নদী পার হতে যাচ্ছিল প্রায় ১০০ এর অধীক সনাতন ধর্মের মানুষ। নৌকাটি নদীর মাঝখানে গেলে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এসময় উপস্থিত জনগণ প্রশাসনসহ স্থানীয় ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট ২৪ জনের মৃরদেহ উদ্ধার করা হয়।

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন।  পরে আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন। এসআই শওকত আরও জানান, এখনো আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

এদিকে বোদা উপজেলা নির্বাহীক কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল অন্যদের খুজতে অভিযান অব্যাহত রেখেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে....

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image