• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাথওয়ে কোরআন উৎসব-২০২৩ এর চ্যাম্পিয়ান মোঃ মায়াজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২১ পিএম
চ্যাম্পিয়ান মোঃ মায়াজ
পাথওয়ে কোরআন উৎসব-২০২৩

নিউজ ডেস্ক : পাথওয়ের প্রথম কোরআন উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন জামিয়া বাবুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী মো. মায়াজ।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীল মিরপুরে পাথওয়ে হল রুমে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চলের হিফজ মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের কয়েক ধাপে বাছাই হয়। এরপর প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানের অন্যতম অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের সাধারণ পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

উৎসবের আরেক অতিথি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম বলেন, সমাজের সামর্থ্যবান মানুষের কোরআনের খেদমতে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তা পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, ‘আমরা সবসময়ই জনসনকল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠানের এ আয়োজন প্রতিবছর ধারাবাহিকভাবে পরিচালিত হবে একইসঙ্গে তৃণমূলের মাদ্রাসাগুলো থেকে মেধাবী শিক্ষার্থী অন্বেষণের মাধ্যম হবে এটি।’

এ আয়োজনে সেরা ৬ শিক্ষার্থীকে আর্থিক পুরস্কারের পাশাপাশি সনদ দেয়া হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে মাহমুদুল ইসলাম (রোহান) ও রাকিবুল হাসান।

পাথওয়ের চেয়ারম্যান রইজুন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডি বিভাগের সিনিয়র অধ্যাপক মোস্তফা কবির সিদ্দিকী প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image