• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জয়পুরহাটে মাদক পাচার মোকাবেলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৩ পিএম
মাদক পাচার মোকাবেলা কর্মশালা
মাদক পাচার মোকাবেলা বিষয়ক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশের সীমান্তবর্তী ৩২টি জেলায় মাদক পাচারের চিত্র এবং মাদক মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ বিষয়ে গবেষনা কাজে জয়পুরহাট জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সরক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ও ঢাকাস্থ স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আয়োজনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে মঙ্গলবার (২৪ মে) দুপুরে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য  দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।

এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর থানার ওসি তদন্ত গোলাম সারওয়ার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওঃ আব্দুল মতিন, জেলা কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক বাবু নন্দলাল পার্শী, জয়পুরহাট জেলা পেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, স্থানীয় বেসরকারী সংস্থা উপমা’র নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, ডিএমএসএস এর নির্বাহী পরিচালক মাহবুবা সরকার ও স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর প্রতিনিধি ইমাম হোসেন কর্মশালায় বক্তব্য দেন।

বক্তারা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার বিষয়, মাদক পাচারকারীদের বিষয়ে, জেলা সহ দেশের বিভিন্ন জেলাতে মাদক পাচার, মাদক সেবনকারী, সমাজে মাদকের কুফল ও মাদক প্রতিরোধের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ কর্মশালায় ব্যাক্ত করেন।

 

ঢাকানিউজ২৪.কম / মনিরুজ্জামান মনির/কেএন

আরো পড়ুন

banner image
banner image