
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অবস্থিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামাল আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: