
সাকিব আহমেদ, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড়ের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট উৎসব ও গানের আসর আয়োজন করে সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল সাড়ে সাতটায় স্কুল মাঠে ক্রিকেট খেলার উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। খেলায় চব্বিশটি ব্যাচের চব্বিশটি দল অংশ নেয়।
ক্রিকেট উৎসব ও গানের আসরের আয়োজক কমিটির অন্যতম সমন্বয়ক ফেরদৌস ইসলাম বলেন, খেলায় চব্বিশ টি দল অংশ নেয়। খেলায় ২০১৮ ব্যাচ ২০০৮ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সন্ধায় স্কুল মাঠে গানের আসর রয়েছে।
এদিকে ৯৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী কবির হোসেনের সঞ্চালনায় সন্ধ্যায় পুরষ্কার বিতরণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন মীর, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: