
নিউজ ডেস্ক: গরিব ও নিম্ন আয়ের মানুষকে বাঁচাতে অবিলম্বে দেশব্যাপী ন্যায্যমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের নেতারা বলেছেন, তা না হলে বর্তমান সরকারের সব অর্জন প্রশ্নের মুখে পড়বে।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত দেশব্যাপী 'দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিরোধ সপ্তাহ' পালনের অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল হক আমিন, মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।
নেতারা বলেন, সরকারের দুর্নীতি, ভ্রান্তনীতি, অব্যবস্থাপনা ও অদক্ষতা কমিয়ে গ্যাস-বিদ্যুৎ-পানি ও দ্রব্যমূল্য কমানো যায়। আমদানি কর কমিয়েই সয়াবিনের দাম কম রাখা যায়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: