
মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান তালুকদারের সাথে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর)সন্ধ্যায় নবাগত ওসি কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম এর সঞ্চালনায় থানা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মঠবাড়িয়া -ভান্ডারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান, সাংবাদিক শাহজাহান প্রমুখ। নবাগত ওসি কামরুজ্জামান তালুকদার ইভটিজিং বাল্যবিবাহ,জুয়ার আসর, মাদক ও সন্ত্রাস মুক্ত আলোকিত মঠবাড়িয়া গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় ডিবি দক্ষিণের ইন্সপেক্টর মাহফুজ, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম,ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম সহ সকল উপ- পরিদর্শক (এসআই)উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: