
নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের নিয়ে ইউক্রেন ইস্যুর ‘কূটনৈতিক সমাধান’ খুঁজতে মস্কো এখনো প্রস্তুত আছে। কিন্তু রাশিয়ার স্বার্থ এবং নাগরিকদের নিরাপত্তার ব্যাপার কোনো ছাড় নয়।
রাশিয়ার পিতৃভূমি দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে পুতিন বলেন, তিনি সব সময় আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। বুধবার ইউক্রেন সংকট নিয়ে বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
এ সময় তিনি রুশ সৈন্যদের যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে বলেন, তিনি নিশ্চিত ছিলেন দেশের জাতীয় স্বার্থে সেনারা লড়াই করবে।
রুশ সেনারা ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলোজি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, পশ্চিম রাশিয়ায় নতুন করে সেনা মোতায়েন এবং সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের বিমানঘাঁটিতে শতাধিক বিমান দেখা গেছে। সম্প্রতি বেলারুশের সঙ্গে যৌথভাবে গুরুত্বপূর্ণ এক সামরিক মহড়া সম্পন্ন করেছে রাশিয়া।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: