
নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাঠ্যপুস্তকের ভুলের মধ্য দিয়ে সরকারের আসল চেহারা উন্মোচিত হয়েছে। দেশের ইতিহাসসহ সবকিছুই পাল্টে দিতে চায় এ সরকার।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের কারিকুলাম ও পাঠ্যপুস্তক নিয়ে আলোচনায় তিনি বলেন, পাঠ্যবইয়ের ভুল সাধারণ ইস্যু নয়, এটা জাতীয় ইস্যু। ভুল বই বাতিল করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে পরিচয়হীন নতজানু জাতিতে পরিণত করতে চায় সরকার। পাঠ্যবইয়ে ভুল সাধারণ নয়, জাতীয় ইস্যু।
আলোচনাসভায় শিক্ষামন্ত্রী দীপু মনির সমালোচনা করে পাঠ্যপুস্তক সংশোধনের পাশাপাশি ভুল বই বাতিলের আহ্বান জানান মির্জা ফখরুল।
সরকার দিনকে রাত, রাতকে দিন বলে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ জেগে উঠছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারের বিরুদ্ধে অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফখরুল।
পাঠ্যবই নিয়ে বিএনপির এ আলোচনাসভায় অংশ নেন বিএনপিপন্থি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: