• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসলামপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৫ এএম
ইসলামপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির
উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্র বাস্তবায়নে মঙ্গলবার ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে  ‘উদ্বুদ্ধকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান এতে সভাপতিত্ব করেন। 

তিনি বিশ্বব্যাপী কভিট মহামারীর কারনে দীর্ঘদীন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যে সকল শিক্ষার্থী ছিটকে পড়েছে তাদের দ্রুত ফেরানো সহ শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া গুরুত্ব, বির্তক প্রতিযোগীতা, দেয়াল পত্রিকা তৈরীসহ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শসহ কর্মশালা আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধিকে ধন্যবাদ জানান। 

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. জামান আব্দুন নাসের বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনা, পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবই বহির্ভূত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। 

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, একডেমিক সুপারভাইজার মামুনুর রশীদ,ইসলাম কলেজের প্রভাষক আহসান হাবিব রাজা,পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি টিম ম্যানেজার পার্থ প্রতিম মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় স্কীমভুক্ত ৮৮ টি প্রতিষ্ঠানের প্রধান, সংগঠক (সহকারী শিক্ষক/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) ১৬৯ জন অংশগ্রহণ করেন।  এ সময় তাদের হাতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নোট বই, কলম, অনুষ্ঠানসূচি, কর্মপরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি তুলে দেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image