• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফিলিস্তিনের পক্ষে কথা বলছে সৌদি- ইরান  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২২ পিএম
ফিলিস্তিনের পক্ষে কথা বলছে
সৌদি- ইরান  

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও ইরান গাজায় ইসরাইলি বাহিনীর হামলার নিন্দায় আলাদা বার্তা দিয়েছে । দুই দেশই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে । তবে ফিলিস্তিন ইস্যুতে প্রথমবারের মতো এবার আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ।   

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পুনরায় সম্পর্কোন্নয়নে চীনের মধ্যস্ততায় তেহরান ও রিয়াদের মধ্যে চুক্তির পর বুধবার (১১ অক্টোবর) প্রথমবারের মতো ফিলিস্তিন- ইসরাইল দ্বন্দ্ব নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইব্রাহিম রাইসি ও মোহাম্মদ বিন সালমান ।   

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা ’ নিয়ে রাইসি ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে আলোচনা হয়েছে ।   

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোনালাপে ইরানি প্রেসিডেন্টকে সৌদি যুবরাজ আশ্বস্ত করেছেন যে, চলমান সংঘাত বন্ধে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন ।   

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান ।   

ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পর চলমান সংঘাতের ‘ বিস্তার ’ রোধে কাজ করার কথা জানিয়েছিলেন সৌদি যুবরাজ । ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এ কথা জানান তিনি । চলমান সংকটে ফিলিস্তিনিদের পাশে থাকারও আশ্বাস দেন মোহাম্মদ বিন সালমান ।   

তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বলেন,  সৌদি আরব ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ জীবনের বৈধ অধিকার, তাদের আশা ও আকাঙ্খা এবং ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের পাশে থাকবে । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image