• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সোনার বাংলা ট্রেন দুর্ঘটনায় রেলের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৮ পিএম
রেলের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সোনার বাংলা ট্রেন দুর্ঘটনা

নিউজ ডেস্ক : কুমিল্লার হাসানপুরে যাত্রীবাহী ট্রেন সোনার বাংলার মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রেলের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) ঢাকা রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন–সোনার বাংলা ট্রেনের গার্ড আবদুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকোমাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার) ও
সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার)।

এ দুর্ঘটনায় চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরান কে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
 
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লার হাসানপুরে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী বিরতিহীন ট্রেন সোনার বাংলা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেন সোনার বাংলার ৯টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image