• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাসায়নিক বিষ প্রয়োগে বোরো ক্ষেত নষ্ট, মালিক বিপাকে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৩ পিএম
রাসায়নিক বিষ প্রয়োগে বোরো ক্ষেত নষ্ট
নষ্ট বোরো ক্ষেত

বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার সিমনা গ্রামে প্রতিপক্ষরা আড়াই বিঘা জমির আধাপাকা বোরো ধানক্ষেত রাসায়নিক বিষ প্রয়োগে বিনষ্ট করে ফেলেছে। ধান গাছ মরে যাওয়ায় প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ।

উক্ত ঘটনার অভিযোগ সূত্র মোতাবেক জানা যায়,নবাবগঞ্জ উপজেলার সিমনা গ্রামের নজমল হকের পুত্র নোমানুর রহমান অভিযোগে জানান, তার স্ত্রী ও শ্যালিকার প্রায় আড়াই বিঘা জমিতে তারা মিনিগেট ও ব্রি-২৯ জাতের বোরো ধান রোপন করেন। সেই ধান আধাপাকা অবস্থায় এলে গত ২০ এপ্রিল রাতে কে বা কাহারা আগাছা নিধনকারী রাসায়নিক বিষ প্রয়োগ করলে জমির ধানগাছ সম্পুর্ণ মরে গেছে। উঠতি ফসলের এমন ক্ষতিতে চাষীদের মাথায় হাত পড়েছে।

এতে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে নোমানুর রহমান থানায় অভিযোগ করেছেন। জানতে চাইলে,অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুরুজ্জামান মুঠোফোন জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে ধান গাছ মরে যাওয়া ঘটনার সত্যতা পেয়েছি। রাতের আধারে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায়।।

ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী/কেএন

আরো পড়ুন

banner image
banner image