• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সপ্তাহে ১দিন বীর মুক্তিযোদ্ধারা সচিবালয়ে ঢুকতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০২ পিএম
মুক্তিযোদ্ধারা,সচিবালয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল

নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধারা নিজেদের কার্ড জমা দিয়ে সপ্তাহে এক দিন সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন। 

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন,‘আমাদের বীর মুক্তিযোদ্ধারা কার্ড (ডিজিটাল পরিচয়পত্র) পেয়েছেন। যারা পাননি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ধরবেন, পেয়ে যাবেন। আমি এক দিন বলে দেবো আপনারা আপনাদের কার্ড দেখিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন। সপ্তাহে একদিন রোজ তো যাওয়ার দরকার নাই। আমরা সবাইকে নোটিশ দিয়ে দেবো, যাতে সবাই মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে প্রবেশ করতে দেয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করেন, বঙ্গবন্ধুর পরে আর কেউ দেননি। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নানা সুবিধা দিয়েছেন, হাসপাতাল করা হয়েছে, সেখানে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করছেন।’

মুক্তিযুদ্ধের সময়ের নানা স্মৃতির কথা জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জনগণকে সম্পৃক্ত করেই স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন। যে কারণে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ঢাকার কাছে চলে আসছিলাম। ঢাকাকে দখল করে ফেলার মতো অবস্থায় চলে আসছিলাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি। কিছুদিন আগেই বর্ডার এলাকায় গিয়েছিলাম। অনেক বীর মুক্তিযোদ্ধার কবর বর্ডার এলাকায় রয়েছে।’

তিনি জানান, ‘এ কবরের দেহাবশেষ বাংলাদেশ ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন থাকলেও তা বাস্তবায়ন করা যায়নি।’

ঢাকানিউজ২৪.কম / এমআর

আরো পড়ুন

banner image
banner image