
ডেস্ক রিপোর্টার: খুলনার তেরখাদায় পুকুর থেকে আড়াই মাস বয়সী জমজ দুই কন্যা শিশুর মৃত্যুর ঘটনায় বাবার করা মামলায় মা'কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তেরখাদায় থানায় বাদী হয়ে মামলা করে দুই শিশুর বাবা মাসুম বিল্লা। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক মা কানিজ ফাতেমাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এর আগে, গতকাল শুক্রবার সকালে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে জমজ দুই শিশু কন্যার (বয়স আড়াই মাস) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের নাম মুক্তা ও মনি।
জানা যায়, শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাগেরহাটের মোল্লাহাটের ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। আর মা কণা বেগম গ্রামের খায়ের শেখের মেয়ে। খবর পেয়ে বাবা মাসুম বিল্লাহ শ্বশুর বাড়িতে এসেছেন।
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, শিশুদের মৃতদেহ সুরতহাল করা হয়েছে। একটি শিশুর বাম চোখের নিচে রক্ত জমাট হয়ে আছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে। এ বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: