
ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ : শুক্রবার থেকে টানা ২ দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্দর নগরী ভৈরব বাজার মেঘনা নদীর ও ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত বেড়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভৈরব বাজার শাখার গেজ রিডার হাফিজুর রহমান জানান শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি ৪২ সে.মি. বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত বিপদ সীমার ১ মিটার ৩৮ সে.মি নীচদিয়ে প্রবাহিত হচ্ছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ জানান, আমরা ইতিমধ্যে ৭ ইউনিয়নে ও পৌর এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। ভৈরবে বন্যা দেখা দিলে আশ্রয়ণ ও শুকনো খাবারের র্সাবিক ব্যাবস্থা সহ বিভিন্ন প্রস্তÍতি গ্রহণ করেছি।
ঢাকানিউজ২৪.কম / সোহানুর রহমান(সোহান)/কেএন
আপনার মতামত লিখুন: