• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিএসসিসিতে কোরবানির বর্জ্য অপসারণে ৯০৫০ শ্রমিক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১০ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ এএম
নগর ভবনে মজুত রাখা হয়েছে।
ডিএসসিসিতে কোরবানির বর্জ্য অপসারণ

নিউজ ডেস্ক:   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবে। ডাম্প ট্রাক, হুইল লোডার, স্কেভেটর, বুলডোজার, ছোট ও বড় খোলা ট্রাক ও পানির গাড়িসহ ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি যান-যন্ত্রপাতি (গাড়ি) বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্জ্য অপসারণে ১ লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ, ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুসারে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে।

রাত ১১টা থেকে ডিএসসিসি এলাকায় পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আগামীকাল রোববার দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে।

বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের দশটি অঞ্চলের জন্য দশটি টিম গঠন করা হয়েছে। আগামীকাল দুপুর ২টা হতে সে সকল টিম কাজ শুরু করবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image