খুলনা প্রতিনিধি :খুলনা প্রেসক্লাবে গতকাল (শনিবার) বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন।
সভায় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
বক্তৃতায় বিএনপি নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটির সমালোচনা করে বলেন, ক্লাবটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা অফিসে পরিণত হয়েছিল। এর ফলে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে বিএনপির পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন। এছাড়া, অন্যায়ভাবে যেসব সাংবাদিকদের সদস্যপদ বাতিল করা হয়েছিল, তাদের সদস্যপদ পুনর্বহালের জন্য আহ্বান জানান।
নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রেসক্লাব যেন কোনো রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল না হয় এবং সবাই মিলে ক্লাবের ঐতিহ্য রক্ষা করতে হবে।
সভায় আরও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, শেখ আবু হাসান এবং খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামানসহ অনেকে।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বদরুল আনাম, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী এবং একরামুল কবীর মিলটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি উন্মুক্ত আলোচনা এবং ভবিষ্যতের করণীয় নির্ধারণের মাধ্যমে সমাপ্ত হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: