• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৯ পিএম
সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন
সভাপতি ও সাধারন সম্পাদক

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:   বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক পদে কংস রাম বর্মন নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫১৬ জন ভোটারের মধ্যে ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এতে উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন ২১২ ভোট পেয়ে সভাপতি এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক বাহারাম সিদ্দিকী ২৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কংস রাম বর্মণ ২৬৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বজড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুুব আলী প্রধান।

এসময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসলাম, সাধারণ সম্পাদক মনিরুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image