• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফুলবাড়ীতে প্রাণী সম্পাদ কর্মকর্তার অপসারণের দাবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৮ পিএম
প্রাণী সম্পাদ কর্মকর্তার অপসারণের দাবি
সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সম্প্রতি গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। সেই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ইত্তেফাক প্রতিনিধিকে সম্পর্কে কটূক্তিসহ সমকাল প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসকাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সভাপতিত্ব বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি ডেইলী অবজারভার প্রতিনিধি মোঃ হারুন -উর-রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী প্রেসকাবের প্রচার সম্পাদক ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী, কার্যকরী সদস্য সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, থানা প্রেসকাবের সাধারণ সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, ফুলবাড়ী প্রেসকাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক দৈনিক ক্রাইম ডিটেক্টিভ প্রতিনিধি মোরসালিন ইসলাম প্রমুখ। সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, খোলা কাজগ প্রতিনিধি মোকাররম হোসেন,  দৈনিক জনমত প্রতিনিধি শহিদুল ইসলাম,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সদস্য দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আজগার আলী,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটিার সদস্য দৈনিক জনতার বাংলা প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ

বক্তারা অবিলম্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলীকে ফুলবাড়ী থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় ওই দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে স্থানীয় সাংবাদিকরা।

৩১ আগস্ট বুধবার দৈনিক ইত্তেফাকের ৬ষ্ঠ পৃষ্ঠার “ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব” শীর্ষক একটি সচিত্র সংবাদ এবং ১৩ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় “ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ, ফুলবাড়ীতে আতঙ্কে পশু বিক্রি করছেন খামারিরা” শীর্ষক একটি সংবাদ প্রকাশ পায়। এই সংবাদের জের ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ১২ টার দিকে সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারকে তার অফিস কে ডেকে নিয়ে কটূক্তিসহ দেখে নেওয়ার হুমকি দেন। ইতোপূর্বে ল্যাম্পি স্কিন রোগের বিষয়ে ইত্তেফাকে সংবাদ প্রকাশের জন্য ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সম্পর্কেও কটূক্তি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image