• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর রেল চলাচল শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৮ পিএম
৯ ঘণ্টা পর রেল চলাচল
ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক : লালমনিরহাটে আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৭টার দিকে শুরু হয় রেল চলাচল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে চারঘাট উপজেলার সরদহ স্টেশনে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে ভোর পৌনে ৬টার দিকে বগির উদ্ধারকাজ শেষ হয়। এরপর সকাল ৭টায় নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায় বাংলাবান্দা ট্রেনটি। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের ওপর উঠে পড়ে। তবে কারো কোনো ক্ষতি হয়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image