
বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলা গাড়–রিয়া ইউনিয়নের সাহেবপুর-হেলেঞ্চা ধনতলা খালের উপাড় সেতুটি ০৪ বছর ধরে ভেঙ্গে খালের পানিতে পড়ে আছে। ২০১৭ সালের শেষ দিকে একটি কাঠ বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মোঃ ফারুক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বাশ দিয়ে একটি সাঁকো তৈরী করা হয়।
দীর্ঘ চার বছর ধরে চলাচলের কারণে বাশের সাঁকোটি ব্যবহার অনুপযোগীর পথে। ব্রিজ এর ভাঙ্গা অংশ ইটের টুকরা, রড, লোহার এ্যাঙ্গেল ছড়িয়ে ছিটিয়ে পানির ভিতরে পড়ে আছে। উপরে ভাঙ্গা সেতু থাকায় জনসাধারণ ঝুকি নিয়া পাড়াপাড় হওয়ায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
উক্ত সেতুটি দিয়া ইউনিয়নের আট/দশ টি গ্রামের মানুষ চলাচল করে। খয়রাবাদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র, খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়, খয়রাবাদ বাজার, গাড়–রিয়া ইউনিয়ন ভুমি অফিস, সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন কাজে দৈনিক শতশত মানুষ উক্ত সেতু দিয়ে যাতায়াত করে।
তাছাড়া উপজেলা সদর বাকেরগঞ্জে আসতেও উক্ত সেতু ব্যবহার করতে হয়। তাই অনতিবিলম্বে সংশ্লিষ্ট এলাকার জনগণ উপর্যুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে এই সেতুটি পূনঃনির্মানের দাবি জানাচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / মোঃ জাহিদুল ইসলাম /কেএন
আপনার মতামত লিখুন: