• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সোহেল তাজ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৬ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৫ পিএম
তিনি আবার রাজপথে থাকবেন
সোহেল তাজ আওয়ামী লীগ কার্যালয়ে

নিউজ ডেস্ক:  রাজনীতিতে ফিরে আসার গুঞ্জনের মধ্যেই সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডির ওই কার্যালয়ে গিয়ে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন তিনি।

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা- জানতে চাইলে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, 'রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি রাজনীতির বাইরে ছিলাম না কোনো সময়ই। মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।'

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। পরে ২০০৮ সালে ভোটের পর সরকার গঠনের সময় তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেন শেখ হাসিনা। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের এপ্রিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

সোহেল তাজ বলেন, দলের প্রয়োজনে ডাক পড়লে তিনি কাজ করতে প্রস্তুত। তিনি আবার রাজপথে থাকবেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকবেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image