
নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা যান।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সর্বশেষ মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, নওগাঁর ৩ জন ও নাটোরের একজন।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা পরবর্তী জটিলতায় মারা যান।
পরিচালক জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এ নিয়ে ২৮৬ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৩ জন।
গতদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩০১টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: