• ঢাকা
  • শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২১ পিএম
লীগ
বাংলাদেশ আওয়ামী লীগের লোগো

নিউজ ডেস্ক: এবার মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

 মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের সভাপতি ও সম্পাদক মণ্ডলী এক বৈঠক অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের ব্রিফ করেন। 

তিনি জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের  সমাবেশ অনুষ্ঠিত হবে।

 ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী সমাবেশ অনুষ্ঠিত হবে।

 ঢাকা মহানগর দক্ষিণ ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ পালিত হবে;

 ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে; 

২৮ সেপ্টেম্বর দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন এবং একই দিনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাদ আসর দোয়া মাহফিল। একই সময়ে সারা দেশে একই কর্মসূচি।

 ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

৩০ সেপ্টেম্বর দুপুরে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image