নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ঘোষণা করেছেন যে, নাশকতা ও পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (০৪ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারফিউর সময় অপ্রয়োজনে ঘর থেকে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, "আমাদের পদক্ষেপ আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে নয়, বরং নাশকতাকারী, সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী ও পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে।"
তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে কিছু দুর্বৃত্ত নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে, যা ঢাকা ও সারা দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই সহিংসতার ফলে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে।
কমিশনার আরও বলেন, "সরকার ইতিমধ্যে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিয়েছে, কিন্তু বিএনপি-জামায়াত শিবির এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।"
ঢাকার বিভিন্ন স্থানে সহিংসতার উল্লেখ করে তিনি জানান, "ধানমন্ডি, শাহবাগসহ অন্যান্য জায়গায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আক্রমণ চালানো হয়।"
তিনি আরও জানান, এই নাশকতার কারণে ডিএমপির ৩৩০ জন পুলিশ সদস্য আহত ও ৩ জন নিহত হয়েছেন। এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ডিএমপি কমিশনার সবাইকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আইন মেনে চলার অনুরোধ করেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: