• ঢাকা
  • শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডা. সারওয়ার আলীর ৮০তম জন্মদিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৮ পিএম
দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানানো হয়েছে
dr. sarower ali

নিউজ ডেস্ক:  ২৮ জানুয়ারি শুক্রবার ২০২২, ষাটের দশকের ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, সমাজ চিন্তক, অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক মূল্যবোধ ভিত্তিক বাঙালীর সংস্কৃতি চর্চা ও বিকাশের অন্যতম প্রধান সংগঠক, বিজ্ঞান মনষ্ক সমাজ প্রতিষ্ঠার অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম ট্রাষ্ট্রি, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সময়ে  সমাজতান্ত্রিক বিশ্বসহ সারাবিশ্বব্যপী জনমত গঠন, স্বাধীন বাংলাদেশের সমর্থন ও স্বীকৃতি আদায়ের সাহসী যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সারওয়ার আলীর ৮০তম জন্মদিন।

বৈশ্বিক মহামারী করোনার জটিলতা বৃদ্ধির কারণে জন্মদিন উপলক্ষে কোন কর্মসূচী এই সময়ে উদযাপন করা সম্ভব নয় বিধায় পরবর্তী সময়ে জাতীয়ভাবে সম্বর্ধনার আয়োজন করা হবে।

ডা. সারওয়ার আলীর ৮০তম জন্মদিনে সম্মিলিত সামাজিক আন্দোলন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. সারওয়ার আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানানো হয়েছে।

সংক্ষিপ্ত জীবনী:  তিনি ১৯৪২ সালে ২৮ জানুয়ারী ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন।  মেধাবী এ ছাত্র ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহসভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনবার বিএমএর মহাসচিব ও দুইবারের জন্য সহসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে চিকিৎসক-প্রকৌশলী-কৃষিবিদ সমন্বয় পরিষদ ও ১৯৯০ সালে সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের অন্যতম আহবায়কের দায়িত্ব পালন করেন।

পরমাণু অস্ত্রবিরোধী চিকিৎসকদের সংগঠন ওচচঘড- এর আন্তর্জাতিক কাউন্সিলর হিসেবে ১৯৮৫ সালে অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ওই সংগঠনের প্রতিনিধিত্ব করেন।

তিনি ১৯৬৮ সাল থেকে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানটের কার্যকরী পরিষদের সদস্য এবং নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বে প্রবাসী সরকারের প্রথম বৈদেশিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান চালান এবং পরবর্তী পর্যায়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘরের তিনি অন্যতম উদ্যোক্তা এবং ট্রাষ্টি। মানবাধিকার সুরক্ষায় নিয়োজিত ৯০টি দেশের ২৫০টি জাদুঘরের মোর্চা ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ধষরঃরড়হ ংরঃবং ড়ভ ঈড়হংপরবহপব এর বোর্ড অব ট্রাষ্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি।

সম্প্রতি তিনি সেক্টর কমান্ডারস ফোরামের অন্যতম সম্পাদক হিসেবে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা পালন করছেন।

ডা. সারওয়ার আলী পেশায় একজন চিকিৎসক। বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব হিসেবে ন্যাশনাল কাউন্সিলের পক্ষ থেকে বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের নির্বাহী দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় সম্মেলনে তিনি অন্যতম প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image