নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে ভেসে আসা অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করা হয়।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে রামগতির বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এর পূর্বে দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামে মেঘনা নদীর তীর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যে, ১৫ দিন আগে ওই ব্যক্তি মারা যায়। তার শরীরে পচন ধরেছে। ফলে তার আঙ্গুলের ছাপ নেওয়া যায়নি।
মৃতদের বয়স অনুমান করে বলা যায় ৩৫ বছর হবে। যুবকের মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পড়নে একটি সেন্ডো গেঞ্জি ছিলো।
তিনি আরও জানান, তাকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে অবহিত করেন।
পরবর্তীতে নৌ পুলিশ সংবাদের ভিত্তিতে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে পাশবর্তী রামগতি থানায় প্রেরণ করে। রামগতি থানা পুলিশ মৃতদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: