• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভৈরবে পাটের বাম্পার ফলন ও দামে কৃষক খুশি 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৯ পিএম
পাটের বাম্পার ফলনে কৃষক খুশি
পাট চাষে কৃষক


সোহানুর রহমান (সোহান), ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে এবং বাজারে পাটের ন্যায্য দাম থাকায় কৃষকদের মুখে উঠেছে  খুশির হাসি। উপজেলার কুমিরমারা নামের রেনু মিয়া বলেন, গত মাস বাজারে পাটের দাম প্রতিমণ প্রায় ৩ হাজার ৮শ টাকা ছিল। বর্তমানে প্রতিমণ পাট প্রায় ৩ হাজার টাকয় বিক্রি হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, সঠিক সময়ে খাল-বিলে পানি না থাকায় পাট পঁচাতে কৃষকগণ অসুবিধায় পড়ে। ভৈরবের মাটি এবং আবহাওয়া পাট চাষে উপযোগী এছাড়াও এ বছর প্রাকৃতিক দুযোর্গ পাটের ক্ষতি না হওয়ায় বাম্পার ফলন হয়েছে। বাজারে পাটের দাম ভালো থাকায় কৃষক লাভবান হচ্ছে। ভৈরবে কেনাফ জাতের পাট ২শ ১৬ হেক্টর জমিতে চাষ হয়েছে।এ ছাড়াও ১শ ৯৪ হেক্টর জমিতে তোষা এবং ৫৮ হেক্টর জমিতে দেশী জাতের পাটের আবাদ হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / সোহানুর রহমান (সোহান)

আরো পড়ুন

banner image
banner image