• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লাকসামে বিএনপি’র ১২ নেতার বাড়ীতে মুখোশধারী দুর্বৃত্তের হামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪৬ পিএম
ক্ষতিগ্রস্থরা হলেন দৈনিক আজকের জীবন
বাড়ীঘরে ভাংচুর ও লুটপাট

মশিউর রহমান সেলিম, কুমিল্লা:  কুমিল্লার লাকসাম পৌরশহরের বেশ কয়টি এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি’র ১২ নেতার বাড়ীতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘুমন্ত মানুষদের মারধর, বাড়ীঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এতে এলাকার জনমনে আতংক বিরাজ করছে।

স্থানীয় লোকজন এবং ভোক্তভোগীরা জানায়, ওইদিন গভীর রাতে লাকসাম পৌরশহর ৪নং ওয়ার্ড পেয়ারাপুর ও ৫নং ওয়ার্ড উত্তর পশ্চিমগাঁও, আমুদাসহ বিভিন্ন পাড়া- মহল্লায় হঠাৎ করে হামলা-ভাংচুরের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলগুলোতে এসে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত অজ্ঞাত মুখোশধারী দূর্বৃত্তদের তান্ডবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও ভোক্তভোগীদের আত্মচিৎকারে আশেপাশের বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মুখোশধারী দূর্বৃত্তরা পালিয়ে যায়।

সূত্রগুলো আরও জানায়, অজ্ঞাত মুখোশধারী দূর্বৃত্তদের হামলা, বাড়ীঘরে ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্থরা হলেন দৈনিক আজকের জীবন প্রতিনিধি নাজমুল হাসান, বিএনপি কর্নেল আজিম গ্রুপের নেতা ঠিকাদার আবুল বাশার, মাহবুবুর রহমান মনু, মাঈন উদ্দিন, মজনু চৌধুরী, সাইফুল ইসলাম, সোহাগ, ছাদেক হোসেন, মাহবুবুর রহমান মানিক, বেলাল রহমান মজু ও মহিলা দল নেত্রী শাজেদা আক্তার পাখি।

বিএনপি’র শীর্ষ নেতা তাজুল ইসলাম খোকন ও রশিদ কমিশনারের বাড়ীতে ওইসব মুখোশধারী দূর্বৃত্তরা গেলেও রহস্যজনক কারনে হামলা করেনি। এছাড়া ওইসময়ে ৪নং ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় বাজারের মাংস ব্যবসায়ী বিএনপি কালাম গ্রুপের নেতা ছফিউল্লাহকেও বেদম মারধর করেছে দূর্বৃত্তরা।  এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত অবস্থায় তিনি কোথায় আছেন দীর্ঘ ১৫ ঘন্টা পারহলেও তার স্বজনরা কেউ জানেন না।

অপরদিকে বিএনপি কালাম গ্রুপের অনুসারী আমুদা গ্রামের আবুল হোসেন মিলনের বাড়ী মনে করে শাসকদলের এক শীর্ষ নেতার ভগ্নিপতি মৃত আবদুল হামিদের বাড়ীতেও হামলা চালিয়ে বাড়ীঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে পৃথক আরেক গ্রুপ দূর্বৃত্ত।

এ ব্যাপারে উপজেলা-পৌরসভা বিএনপি’র আজিম ও কালাম গ্রুপের একাধিক শীর্ষ নেতার মুঠোফোনে একাধিকবার চেষ্টাকরেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় পুলিশের একটি সূত্র জানায়, এ ব্যাপারে তারা এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকার জনমনে আতংক এখনও কাটেনি। মুখোশধারী দূর্বৃত্তদের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলার এ ঘটনার সম্পর্কে অপর বেশক’টি সুত্র জানায়, স্থানীয়

বিএনপি’র দু’গ্রুপের মধ্যে আভ্যন্তরীন কোন্দল চলছে দীর্ঘদিন ধরে এবং ৩য় কোন রাজনৈতিক প্রতিপক্ষও এ হামলার ঘটনা ঘটাতে পারেন বলে ধারনা করছেন এলাকাবাসী। উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক ভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ঘিরে বিএনপির আজিম গ্রুপ ও কালাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানান দিয়েছে তাদের দলীয় আভ্যন্তরীন গ্রুপিং নোংরা রাজনীতির অস্তিত্ব তবে সাধারণ মানুষ উভয় ঘটনাকে ভালো চোখে দেখছে না।

ভাষা দিবসের দিনে আজিম- কালাম বিএনপির দু’গ্রুপের হামলায় ক্ষতিগ্রস্থ জনৈক ব্যবসায়ী লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image