• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৪০ কারখানায় ছুটি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪৭ পিএম
৪০ কারখানায় ছুটি
গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের ভোগরা এলাকায় বিক্ষোভ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা। এ অবস্থায় বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরে ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. সারোয়ার আলম জানান, নগরীর ভোগড়া শিল্প এলাকার ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ গাজীপুরের বিভিন্ন এলাকার ৪০টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক পাল বলেন, ভোগরা বাইপাস এলাকায় ফ্লাইওভারের গোড়ায় সড়ক অবরোধ করার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু্ই পাশে এক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ ছিল। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সোয়া ১০টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিশৃঙ্খলা এড়াতে আমরা কাজ করছি। আশপাশের কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশিরভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিস টানিয়েছে কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকেরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও ‘গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে’ কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে। তারা বলছে, মালিক পক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে। তাই কর্তৃপক্ষ পুরুষ শ্রমিকদেরকে নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে। তারাও এ বিক্ষোভে যোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোগড়া এলাকার কারখানার শ্রমিকরা প্রথমে বিক্ষোভ করে। পরে তারা আশপাশের কারখানার গেটে গিয়ে ওই শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। এ সময় শ্রমিকদের সাড়া না পেয়ে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছোড়া শুরু করে। তখন কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও পরে বেশিরভাগ শ্রমিক বাসায় চলে যায়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শহিদুল ইসলাম বলছিলেন, চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে অবরোধ সৃষ্টি করেছেন। শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image