নিউজ ডেস্ক: ভারতের মাটিতে প্রথম টেস্টের প্রথম দিনই বিরল কীর্তি গড়েছেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় দিনে গড়লেন ইতিহাস। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নিয়েছেন ডান হাতি এই পেসার।
গতকালকেই অবশ্য কীর্তি গড়েন তিনি। ১৮ বছর পর সফরকারী কোনও দলের পেসার হিসেবে প্রথম দিনেই নেন ৪ উইকেট। সর্বশেষ এমন করতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
হাসানের দুর্দান্ত বোলিংয়ে ভারত শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল। তার পর রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি স্বাগতিকদের উদ্ধার করেছে। প্রথম দিন শেষ করে ৩৩৯ রানে। পরে অবশ্য প্রথম ইনিংসে ৩৭৬ রানে থেমেছে স্বাগতিক দল।
মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা ২৪ বছর বয়সী হাসান ৫৮ রানে নেন ৪ উইকেট। ভারতের অধিনায়ক রোহিত শর্মা (৬), শুবমান গিল (০), বিরাট কোহলি (৬) ও ঋষভ পান্ত (৩৯) কে ফেরান তিনি। তার প্রথম ৫ ওভারের স্পেলই বড় আঘাত হানে ভারতের টপ অর্ডারে। তাতে ১৪৪ রানে এক পর্যায়ে দলটি হারায় ৬ উইকেট।
হাসান মাহমুদকে নিয়ে আলোচনা এই জন্য যে সফরকারী কোনও ফাস্ট বোলারই ২০০৬ সালের পর এতদিন প্রথম দিনে চার উইকেট নিতে পারেননি।
অবশ্য চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের নজির গড়েছেন। দুটিই ছিল বিদেশের মাটিতে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারের নজির গড়েন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের পেসারদের মধ্যে দেশের বাইরে একাধিক ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে হাসান হচ্ছেন দ্বিতীয়। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে দু’বার ৫ উইকেট নেন রবিউল ইসলাম।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: