
নিউজ ডেস্ক: খালিস্তানপন্থি শিখ নেতার হত্যায় ভারতীয় আধিকারিক জড়িত। এই কথা কয়েক সপ্তাহ আগে ভারত কে জানিয়েছিল কানাডা। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা তাদের সংবাদ মাধ্যমকে এক প্রেস ব্রিফিয়ে জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র এ ঘটনা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যানতনি ব্লিনকেন বলেছেন, নির্জ্জর হত্যাকান্ডের তদন্তে কানাডার সঙ্গে কাজ করুক ভারত। যুক্তরাষ্ট্র দুদেশের কাছে এটাই চায়।
রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে বলছেন যুক্তরাষ্ট্র কখনই ভারত কে হাত ছাড়া করতে চাইবে না। চীনের প্রভাব আটকাতে ভারত একটি ভারী শক্তি। তাই এ বিষয়ে কানাডাকে সতর্কভাবে চলার পরামর্শ দিয়েছে আমেরিকা।
কানাডার সিবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে বলেছে, ফাইব আই নামক একটি গোয়েন্দা সংস্থার নজরদারি থেকে ভারতীয় আধিকারিকের যোগাযোগের খবর তারা পেয়েছে। ভারতীয় ওই আধিকারিক নির্জ্জরকে হত্যার জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। এই সুত্র থেকে কানাডা নিশ্চিত হয় ভারতের বিষয়ে।
ফাইভ আই গোয়েন্দা সংস্থা হচ্ছে আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত। তবে আগামীতে ভারতকে এই সংস্থার মধ্যে আনার বিষয়ে কথা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: