• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে গৃহবধূর লাশ উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:১৯ পিএম
পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মুর্শিদা বেগম (৩২) নামক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ডৌহাখলা ইউনয়িনরে নন্দীগ্রামের নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘরে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তার শ্বশুড়। রাত সাড়ে ৯টায় পুলিশ মরদহে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থকে গৃহবধূর স্বামী মাসুদ মিয়া ও শ্বাশুড়ি পলাতক রয়েছে।

মুর্শিদা বেগম ডৌহাখলা ইউনয়িনরে নন্দীগ্রামের মাসুদ মিয়ার স্ত্রী ও একই ইউনিয়নের চাঁন মিয়ার মেয়ে। তাঁর দুটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর ওই গৃহবধূর সন্তান কান্নাকাটি করতে থাকলে শ্বশুড় আব্দুল বারেক মাস্টার তাকে খুঁজতে শুরু করে। ঘরে না পেয়ে আশপাশের বাড়িতেও খোঁজাখুঁজি করেন তিনি। এক পর্যায়ে বাড়ির একটি পরিত্যক্ত ঘররে দরজায় ধাক্কা দিলে দরজা বন্ধ দেখতে পান। ঘরটির জানালা ভেঙ্গে দেখতে পান মুর্শিদা বেগম ঝুলে আছে। তখন তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুর্শিদা বেগমের মরদহে উদ্ধার করে। 

মুর্শিদা বেগমের চাচা মো. আজিজুল হক জানান, ‘প্রায় ১২ থেকে ১৩ বছর আগে নন্দীগ্রামের আব্দুল বারেক মাস্টাররে ছেলে মাসুদ মিয়ার সঙ্গে পারিবারিকভাবে মুর্শিদার বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাকে হাত-পা বেধে মারধোর করতো তার স্বামী। ঘটনার দিনও মারধোর করেছে। এই ক্ষোভে আমার ভাতিজি আত্মহত্যা করেছে। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মুর্শিদা বেগমের মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (৬ সপ্টেম্বের) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু

আরো পড়ুন

banner image
banner image