• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাফে জয়‌ বাংলাদেশের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৩ এএম
জয়, উল্লাসিত
জয়ে উল্লা‌সিত নারী ফুটবলাররা

নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভালো সূচনা করেছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে আসর শুরু করেছে স্বাগতিকরা।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে একটি করে গোল পেয়েছেন আকলিমা খাতুন, অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। শাহেদা আক্তার রিপার পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আকলিমা।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রতিপক্ষ ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে না পারলে সুযোগ কাজে লাগান শামসুন্নাহার।

২৪তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। কর্নার ঠিকভাবে ক্লিয়ার করতে না পারলে ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান মনমায়া দামাই। তার কোনাকুনি শটে ম্যাচে ফেরে নেপাল।

ম্যাচের যোগ করা সময়ে ফের ব্যবধান বাড়ান রিপা। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

চার দলের চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল দলটি। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন নেহা, লিন্ডা কম এবং অনিতা কুমারী। ভারতের হয়ে প্রথম দুটি গোল করেন অপূর্ণা নারজারি। অপর গোলটি আসে নিতু লিন্ডার কাছ থেকে।

আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিনে ভারতের মোকাবেলা করবে নেপাল।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image