• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পুরান ঢাকায় যথা‌যোগ্য মর্যাদায় শহীদ দিবস পা‌লিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ পিএম
পুরান ঢাকায়
একু‌শের প্রভাত ফেরী‌তে আহ‌মেদ বাওয়ানী একা‌ডেমী স্কুল এন্ড ক‌লে‌জের শিক্ষার্থীরা

জহিরুল ইসলাম সানি:

পুরান ঢাকায় যথা‌যোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস পা‌লন ক‌রে‌ছে বি‌ভিন্ন সামা‌জিক, রাজ‌নৈ‌তিক ও সাংস্কৃ‌তিক সংগঠনগু‌লো। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী‌দের মা‌ঝে  প্রতি‌যো‌গিতার আয়োজন ক‌রে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকা‌লে বংশা‌লের আহ‌মেদ বাওয়ানী একা‌ডেমী স্কুল এন্ড ক‌লে‌জের প্রায় ৭শত শিক্ষার্থী প্রভাত ফেরী র‌্যালী‌ ক‌রে শহীদ মিনা‌রে পুস্পস্তবক দি‌য়ে মহান ভাষা শহীদ‌দের প্রতি শ্রদ্ধা নি‌বেদন ক‌রে। এরপর প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীদের মা‌ঝে দিব‌সের গুরুত্ব তু‌লে ধর‌তে চিত্রাঙ্কন ও রচনা প্রতি‌যোগীতার আয়োজন ক‌রে স্কুল কতৃপক্ষ।

প‌রে শিক্ষার্থীরা দেশাত্ম‌বোধক সঙ্গীত প‌রি‌বেশন ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ক‌রে। এছাড়াও বিজয়ী‌দের মা‌ঝে উপহার হি‌সে‌বে বই তু‌লে দেন অ‌তি‌থিরা। এদি‌কে যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখা মহান শহীদ‌দের প্রতি শ্রদ্ধা নি‌বেদন ক‌রে। 

একু‌শের প্রথম প্রহরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপিট সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদের স্বরন করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এ সময় স্বজন সমা‌বে‌শের সভাপ‌তি সায়কা বানু, উপদেষ্টা শফিকুজ্জামান শফিক, কালাম হোসেন, ইয়ার মোহাম্মদ সহ আরো উপস্থিত ছিলেন সি এম শাকিল, আজিমউদ্দিন, কানিজ ফাতেমা,মো সাব্বির আহমেদ, লাভলী আক্তার, হাজী রনি,ইমরান হোসেন,বাবু, মোশাররফ হোসেন, জাফিন, তাকবীর, আফরিন, আফিফ সহ পুরান ঢাকার স্বজনরা উপ‌স্থিত ছি‌লেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image