
নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই অবৈধ আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি সহ সকল গ্রেপ্তারকৃত রাজনৈতিক প্রতিহিংসার শিকার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
নেতৃদ্বয় আরও বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করাকে বাধাগ্রস্ত করতে ২৮ অক্টোবরের সমাবেশ থেকে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই ধারাবাহিকতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভিত্তিহীন ভাবে গ্রেপ্তার করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রকামী সংগ্রামী জনতার আন্দোলনকে নস্যাৎ করতে অপকৌশল করছে গণ দুশমন আওয়ামী লীগ সরকার। সেই সাথে বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তারের পাঁয়তারা শুরু করেছে। জনগণ গণতন্ত্রের বিরুদ্ধে সকল অপকৌশল রুখে দিয়ে গণ আন্দোলনের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: