
নিউজ ডেস্ক: খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে তাকে পুনরায় কারাগারে যেতে হবে। তারপর আবেদন করতে হবে। তার আগে শর্তযুক্ত মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিতে হবে খালেদা জিয়াকে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিং এ আইন মন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়। পরিবর্তন করতে হলে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থান আনতে হবে। এরপর অন্য বিবেচনা করা যাবে। তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: