
নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ইউক্রেনে অন্য দেশের সম্ভাব্য আগ্রাসন এড়াতে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হয়েছে। বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে বলে জানানো হয়েছে।
জেলানস্কি মঙ্গলবার ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে নতুন একটি সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান। ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এটা নিয়ে রুশ-মার্কিন বিরোধ চরমে পৌঁছেছে।
ইউক্রেন নিয়ে আগে দুবার টেলিফোনে কথা বলেছেন বাইডেন ও পুতিন। ইউক্রেনে রুশ আগ্রাসন হলে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পুতিন বলেছেন, আক্রমণ করার ইচ্ছা রাশিয়ার নেই। তবে ইউক্রেনে ন্যাটোর হস্তক্ষেপ তিনি দেখতে চান না।
এক সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনা চলাকালে ইউক্রেনকে নিয়মিতভাবে বিফ্রিং করার জন্য ইয়ারমেক বাইডেন প্রশাসনের প্রশংসা করেন। এসব আলোচনার মধ্যে সোমবার জেনেভায় যুক্তরাষ্ট্র-রাশিয়া উচ্চ পর্যায়ের বৈঠক অন্তর্ভূক্ত রয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: